শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
নড়াইলে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নড়াইলে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নড়াইল প্রতিনিধি:
আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালন উপলক্ষে নড়াইলে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার নড়াইল স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আসাদ-উজ-জামান মুন্সি।

 

এতে বক্তব্য দেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অলোক কুমার বাগচি, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফোরকান আলী প্রমুখ।

 

কর্মশালায় জানানো হয়, এ ক্যাম্পেইনে ১ হাজার ৩৮টি কেন্দ্রের মাধ্যমে জেলায় মোট ৯৪ হাজার ৩০ জনশিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৭ শত ৩৮ জন শিশুকে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ২ শত ৫০ জন শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

 

এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে। এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel