বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া আইনাঙ্গনের কিংবদন্তী ‘সিরাজ প্রামাণিক’ এর আজ জন্মদিন খোকসা কুমারখালীর নৌকার মাঝি হলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ভেড়ামারায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত খোকসায় আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত টিএসসিসি পরিচালকের সাথে ইবির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতবিনিময় তালাকের নোটিশ গ্রহণ না করলে তালাক হবে কী? ইবির আল-হাদিস বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইবি শুভসংঘের খাবার ও পানীয় বিতরণ ইবি ও যবিপ্রবিসহ পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের ২০৩ শিক্ষার্থী পেল সিজেডএম শিক্ষাবৃত্তি
ফেসবুকের চেয়ে বেশি পাঠক জোগাড় করছে গুগল

ফেসবুকের চেয়ে বেশি পাঠক জোগাড় করছে গুগল

ডেস্ক রিপোর্ট : ওয়েবে খবর বা অন্যান্য বিভিন্ন বিষয়ে যারা লেখা প্রকাশ করেন তাদেরকে সবচেয়ে বেশি পাঠক পাইয়ে দিত গুগল। পরে ফেসবুক এসে প্রকাশকদের জন্য গুগলের চেয়ে বেশি পাঠক জোগাড় করে দেয়া শুরু করে। এ বছর একজন লেখক বা প্রকাশকের লেখা বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রতিযোগিতায় আবার ফেসবুককে ছাড়িয়ে গেল গুগল।

পার্স ডট এলওয়াই নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে ২০১৭ সালে গুগল সার্চ ইঞ্জিন থেকে বিভিন্ন সাইটে%Eরকাশকেরা সবচেয়ে বেশি পাঠক পেয়েছেন।

বছরের শুরু থেকে এই চিত্র সম্পূর্ণ ভিন্ন। জানুয়ারি মাসে বিভিন্ন সাইটের মোট পাঠকের ৪০% ফেসবুকে ওইসব সাইটের কোনো লিংকে ক্লিক করে সাইটগুলোতে যেত। ওই সময় বিভিন্ন সাইটের ভিজিটরদের ৩৪% গুগলের সার্চ রেজাল্ট-এ ক্লিক করে ওইসব সাইটে যেত।

পার্স-এর তথ্য অনুযায়ী, বছরের শেষে এসে দেখা যাচ্ছে বিভিন্ন সাইট গুগল থেকে ৪৪% ভিজি%0িটর পাচ্ছে। অন্যদিকে ফেসবুক থেকে বিভিন্ন সাইটে যাওয়া ভিজিটরের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬%-এ।

এর কারণ হিসেবে কয়েকটি বিষয় উল্লেখ করা যেতে পারে। প্রথমত, ফেসবুক গত বছর থেকে তাদের সাইটে ইউজারদের কাছে প্রকাশকদের পোস্টের চেয়ে ইউজারদের বন্ধুবান্ধবদের পোস্ট বেশি দেখানো শুরু করেছে।

ফেসবুকের ‘ইনস্ট্যান্ট আর্টিকেল’ প্রকাশকদের বিভিন্ন লেখা বা পোস্ট মূল সাইটে না গিয়ে ফেসবুকেই পড়ার সুবিধা চালু করেছিল। এর ফলে বিভিন্ন সাইটে পাঠকের সংখ্যা বাড়বে মনে করা হলেও এখন এই অপশনটিকে ভিজিটর বাড়ানোর জন্য বিশেষ কার্যকরী বলে মনে করছে না অনেকেই।

অপর দিকে, গুগল এক্সেলারেটেড মোবাইল পেজ (এএমপি) সুবিধা ক্রমেই আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রকাশকেরা এএমপি ব্যবহার করে সরাসরি গুগলের সার্ভারে তাদের লেখা প্রকাশ করতে পারেন। এএমপি স্টোরিগুলো প্রধানত খবরের সাইটগুলোতে প্রকাশিত বিভিন্ন খবর বা ফিচার। মোবাইলে গুগল সার্চ দিলে সার্চ রেজাল্টের সবার উপরে এগুলো ‘টপ স্টোরিজ’ হিসেবে দেখায়। সেখান থেকে ক্লিক করে বিভিন্ন সাইটে গিয়ে খবর পড়া প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সম্ভবত একারনে, ফেসবুকের চেয়ে গুগল থেকে বিভিন্ন সাইটে যাওয়া পাঠকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel