বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : আবারও মডেলিং করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটি নতুন করে গেয়েছেন ন্যান্সি ও ইমরান মাহমুদুল। আর এই গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমন। গত ১৬ ডিসেম্বর রাতে প্রাণফুট ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে ভিডিওটি।’
এ প্রসঙ্গে সুমন বলেন, ‘আমি খবুই আনন্দিত এরকম সুন্দর এবং কালজয়ী একটি দেশের গানের অংশ হতে পেরে। এ ধরনের গানের সঙ্গে কাজের অনুভূতি সত্যিকার অর্থে বলে বোঝানো যাবে না।’
গানটিতে হাবিবুল্লাহ বাশার সুমনের সঙ্গে ভিডিওতে আরও মডেল হয়েছেন শিপন মিত্র, সাঞ্জু জন, মিশু সাব্বির, মাজনুন মিজান, তাসনুভা তিশা, তামিম মৃধা, সানজানা রিয়া, তাসনিম আনিকা। গানটির মূল সুর ঠিক রেখে নতুন করে সংগীত করেছেন সন্ধি। গানের ভিডিও নির্মাতা চন্দন রায় চৌধুরী বলেন, সুন্দরবন, সিলেটের চা-বাগান, সাভার এবং ঢাকার বিভিন্ন জায়গায় ভিডিওটির শুটিং করা হয়েছে।