বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ‘যুব গেমস-২০১৮’ এর শুভ উদ্বোধন

কুষ্টিয়ায় ‘যুব গেমস-২০১৮’ এর শুভ উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ‘বাংলাদেশ অলিম্পিক যুব গেমস-২০১৮’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া ষ্টেডিয়ামে পতাকা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জহির রায়হান। এর আগে স্টেডিয়ামের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহযোগিতায় ‘বাংলাদেশ অলিম্পিক যুব গেমস-২০১৮’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, সহসাধারন সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জায়েদুর রহমানসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়াড়গণ। এ অলিম্পিক যুব গেমস আগামী ২৪ ডিসেম্বর শেষ হবে। তৃণমূল পর্যায় থেকে ভাল খেলোয়াড় বাছাই করার লক্ষ্যে অলিম্পিক যুব গেমসের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী খেলায় প্রথম দিনে কাবাডি,হ্যান্ডবল ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয় । খেলার ফলাফল হ্যান্ডবল প্রতিযোগিতায় (পুরুষ) কুষ্টিয়া সদর উপজেলা বনাম কুমারখালী উপজেলার মধ্যকার খেলায় ২৬-৩ গোলে কুমারখালী উপজেলা কে পরাজিত করে কুষ্টিয়া সদর উপজেলা। ব্যাডমিন্টন প্রতিযোগিতায়(পুরুষ) কুষ্টিয়া সদর উপজেলা বনাম মিরপুর উপজেলা খেলায় ২সেট মিলিয়ে বিজয়ী হয় কুষ্টিয়া সদর উপজেলা । কাবাডি প্রতিযোগিতায়(পুরুষ) কুষ্টিয়া সদর উপজেলা বনাম ভেড়ামারা উপজেলার মধ্যকার খেলাটি ভেড়ামারা ৬৫ পয়েন্ট ও সদর উপজেলা ২৪ পয়েন্ট অর্জন করে । খেলায় ভেড়ামারা উপজেলা বিজয়ী হয়।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel