ডেস্ক রিপোর্ট : ব্যবহারকারীদের ওপর ফেসবুক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে স্বীকার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। আর এর সমাধান হিসেবেও তারা বলছে আরও সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারের কথা।
সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির করপোরেট ব্লগ সাইটে ব্যতিক্রমী একটি পোস্ট দেওয়া হয়। যেখানে লেখা হয়, ফেসবুক ব্যবহারকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এটা কাটিয়ে উঠতেও বেশি করে ফেসবুক ব্যবহার প্রয়োজন।
ফেসবুক বলছে, মানবিক সম্পর্ক এবং ব্যবহারকারীদের স্বাস্থ্যের ওপর এই নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে যারা নিষ্ক্রিয় ব্যবহারকারী তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এটা নিয়ে ফেসবুক গবেষণাও করেছে। যেখানে দেখা যায়, যারা শুধু স্ক্রলিংয়ের জন্য সাইটটিতে প্রবেশ করে, কোনও কিছু না পড়েই লাইক দেয় এবং নিজে কোনও পোস্ট করে না, তাদের ওপর ফেসবুকের বিরূপ প্রভাব পড়ে।
সমস্যাগুলো কাটিয়ে উঠতে ব্যবহারকারীদের আরও সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহারের পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির গবেষকরা। এক্ষেত্রে নিয়মিত ফেসবুকে পোস্ট ও কমেন্ট করা এবং ভালো করে নিউজফিড পড়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা। এছাড়া অন্যদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখার কথাও বলছেন গবেষকরা।
সূত্র: কোয়ার্জ
সম্পাদক ও প্রকাশক : এ্যাডভোকেট পি. এম. সিরাজুল ইসলাম ( সিরাজ প্রামাণিক)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :কুষ্টিয়া আদালত চত্ত্বর, খুলনা, বাংলাদেশ।
মোবাইল : 01716-856728, ই- মেইল : seraj.pramanik@gmail.com নিউজ: dainikinternational@gmail.com