বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
ইবির জিওগ্রাফী বিভাগ: শিক্ষার্থীদের কাছে দরখাস্ত দিয়ে পদত্যাগ করলেন সভাপতি যুগে যুগে দালাল সাংবাদিকদের করুন পরিণতি বনাম কিছু শিক্ষনীয় গল্প! তালাকের নোটিশ গ্রহণ না করলেও ৯০ দিন পর তালাক কার্যকর হয়ে যাবে! শেখ হাসিনার পদত্যাগ ও প্রধানমন্ত্রী হিসেবে থাকা, না থাকা নিয়ে যত সংশয়! ইসলাম বিদ্বেষী উগ্র সাম্প্রদায়িকতার বরপুত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর! অপমান ও মানহানির শিকার হলে কী করবেন? গোপনে ধারণকৃত ভিডিও ও ছবি দিয়ে প্রতারণার শিকার হলে কী করবেন? স্বাধীনতার ৫৩ বছরঃ ১৭ বার সংবিধান সংশোধন ও আমাদের জাতীয় সংগীত! Special Education Needs and Disabilities (SEND) আপনার পন্য বা প্রতিষ্ঠানের নকল এড়াতে কিভাবে ট্রেডমার্ক লাইসেন্স করবেন?
দুনিয়াতেও রয়েছে কবিরা গোনাহের শাস্তি

দুনিয়াতেও রয়েছে কবিরা গোনাহের শাস্তি

ধর্ম ডেস্ক: কবির গোনাহ ইসলামে মারাত্মক অপরাধ। যা একনিষ্ঠ তাওবা ছাড়া ক্ষমা হয় না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রিয় উম্মতকে কবিরা গোনাহ থেকে বিরত থাকতে অসংখ্য নসিহত পেশ করেছেন। এ রকম একটি কবিরা গোনাহ হলো পিতা-মাতার অবাধ্যতা।

 

 

আল্লাহ তাআলা কুরআনে পিতামাতার অবাধ্যতার বিষয়ে কঠোর বিধি নিষেধ জারি করেছেন। হাদিসে পাকে প্রিয়নবি বলেছেন-

 

 

 

 

>> হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘পিতামাতার অবাধ্যতা এবং আত্মীয়তার সম্পর্ক নষ্টের মতো দ্রুত (জীবদ্দশায়) শাস্তিযোগ্য পাপ ছাড়া আর কিছুই নাই। পরকালের নির্ধারিত শাস্তি তো আছেই। (আদাবুল মুফরাদ)

 

 

 

 

>> হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘একদিন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘তোমরা ব্যভিচার, মদপান ও চুরি সম্পর্কে কি বল? সাহাবগণ বললেন, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। (তিনি) বললেন, এ গুলো জঘন্য পাপাচার এবং এগুলোর জন্য ভীষণ শাস্তি রয়েছে। (তিনি) আরো বললেন- আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গোনাহ সম্পর্কে অবহিত করব না? তাহলো আল্লাহর সঙ্গে শরিক করা এবং পিতা-মাতার অবাধ্যতা।’ (আদাবুল মুফরাদ)

 

সুতরাং দুনিয়ার সব মানুষের উচিত, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা থেকে বিরত থাকার পাশাপাশি অবশ্যই পিতা-মাতার অবাধ্য না হওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন-সুন্নাহর নসিহত মোতাবেক পিতা-মাতার অবাধ্যতা না করার তাওফিক দান করুন। একটি মারাত্মক কবিরা গোনাহ থেকে বিরত থাকুন। আমিন।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel