বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল গফুর (৫০) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসীরা জানায়, জমি ভাগ করা নিয়ে নিজের ভাই, ভাইয়ের ছেলে এবং নিজের ছেলেদের সাথে বিরোধ হয় আব্দুল গফুরের। বিষয়টি এলাকাবাসী মীমাংসা করলেও বুধবার বিকেলে এ নিয়ে আবারও বিরোধ হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ভাই ভাতিজারা লাঠি দিয়ে আব্দুল গফুরকে পিটিয়ে গুরুতর আহত করে।
দ্রুত তাকে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরে বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে।