বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বৃহ:বার সকালের দিকে মেয়াদ উত্তীর্ণ চোখের আই ড্রপ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে রাখার দায়ে ফার্মেসি মালিককে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর ।
ভ্রাম্যমান আদালতের নিয়মিত বাজার অভিযান পরিচালনা কালে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া বাজারের ফার্মেসি অরুন কুমার বিশ্বাসের মালিকানাধীন বাংলাদেশ মেডিকেল হল নামের ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন ।
কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া বাজারের ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান ।
এসময় ফার্মেসী তো অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণণ চোখের আই ড্রপ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, অভিযুক্ত ফার্মেসী মালিক তার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ অত্যন্ত স্পর্শকাতর চোখের ড্রপ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে দোকানে রেখেছিলেন ।
মোঃ সেলিমুজ্জামান আরো বলেন,আমাদের নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে ।
ভ্রাম্যমান আদালতের সময় বাজার কর্মকর্তা, সিভিল সার্জনের প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।