রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ রানা (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের হায়দার আলীর ছেলে ।
র্যাব জানায়, বৃহ:বার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার লক্ষীপুর হইতে তালবাড়ী গামী কাজী আরিফ সড়কের ডান পার্শ্বে জনৈক নজরুল ইসলামের আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রানাকে গ্রেফতার করা হয় । এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।