শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন
এ্যাডভোকেট সিরাজ প্রামাণিকঃ দনিয়াতে ওর কেউ নেই। হাঁস-মুরগী আর কুকুর-বিড়ালের জন্য ফেলে দেওয়া খাবার খেয়ে ওর জীবন চলে। ৮০ বছর বয়সে এ জীবন সায়াহ্নে এসে একটু মাথা গোজার ঠাই চায়। আমার সম্পাদনা ও প্রকাশনা ‘দৈনিক ইন্টারন্যাশনাল’ পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকে ব্যক্তিগতভাবে অসহায় জনম দুখী মায়ের খোঁজ-খবর নিয়েছেন, সাহায্য করতে চেয়েছেন-তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষক, সমাজকর্মী, সিটিজেন জার্নালিষ্টের প্রান ও বন্ধুবর খায়রুল ইসলামকে-যিনি আমার এ সংবাদটি তাৎক্ষণিকভাবে সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করেন। কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুবর জিল্লু’কে যিনি তাঁর সম্পাদনা ও প্রকাশনায় দৈনিক দিনের খবর পত্রিকায় সংবাদটি প্রকাশ করে সকলের দৃষ্টি গোচর করতে সক্ষম হয়েছেন। অবশেষে সেই জনম দুখী মা কাঞ্চন মন্ডল কুষ্টিয়া বালিকা পূনর্বাসন কেন্দ্রে পূনবার্সিত হলেন। তার থাকা-খাওয়া চিকিৎসার সকল দায়ভার নিলেন সমাজসেবা অধিদপ্তর। কৃতজ্ঞতা জানাচ্ছি কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুখশানা পারভীন আপা ও শহর সমাজসেবা কর্মকর্তা রাব্বী ভাইকে। সকলের জন্য শুভ কামনা।