বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
এ্যাডভোকেট সিরাজ প্রামাণিকঃ
ক্ষুধার জ্বালায় হাঁস মুরগী কুকুর বিড়ালের জন্য ফেলে দেয়া খাবার আর ডাষ্টবিন থেকে কুড়িয়ে খাওয়া সেই কাঞ্চন সন্ডল এখন ভাল আছে। সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তর তাঁকে সরকারী শিশু পরিবার বালিকা পূনর্বাসন কেন্দ্রে আশ্রয় দিয়েছে। সরেজমিন দি ডেইলী অবজারভার পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ফেরদৌস রিয়াজ জিল্লু, দৈনিক দিনের খবর পত্রিকার সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান লিটন গতকাল খোঁজ নিতে গেলে কাঞ্চন মন্ডল চিকিৎসার দাবী জানিয়েছেন। সেইসাথে পুকুরে গোসল করার আবদার জানিয়েছেন। আশাকরি এ জনম দুখী মায়ের আবদার দুটি জেলা সমাজসেবা অধিদপ্তর আমলে নিয়ে সুরাহার ব্যবস্থা করবেন।