নিজস্ব প্রতিনিধি : সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টায় গুলশানে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খালেদা জিয়া বলেন, ‘আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন, আমি আপনাদের সঙ্গেই আছি। আপনারা গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের সরকার কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশে সব সময়ই ছাত্র-যুবক তরুণেরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রভাষা বাংলা। সৈনিক, ছাত্র-জনতার মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।’
‘এই ছাত্র-জনতার আন্দোলনেই স্বৈরাচার পরাজিত হয়েছে। আজ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই ছাত্র-জনতাকে আহ্বান জানাই এগিয়ে আসতে। প্রতিটি গণতান্ত্রিক দল, কৃষক শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে আমি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি’ যোগ করেন বিএনপি চেয়ারপারসন।
আগামী নির্বাচন বিষয়ে তিনি বলেন, আমরা শান্তি চাই, সুষ্ঠ নির্বাচন চাই। আমাদের দাবি পূরণে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।
ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, বিএনপিকে নির্মূল করাই যেন সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক।
এছাড়া দেশের সশস্ত্র বাহিনী নিয়ে বৈরী প্রচারণা ও ঘৃণা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক : এ্যাডভোকেট পি. এম. সিরাজুল ইসলাম ( সিরাজ প্রামাণিক)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :কুষ্টিয়া আদালত চত্ত্বর, খুলনা, বাংলাদেশ।
মোবাইল : 01716-856728, ই- মেইল : seraj.pramanik@gmail.com নিউজ: dainikinternational@gmail.com