রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী ও আইনগ্রন্থ প্রণেতা সিরাজ প্রামাণিক এর ২৪তম আইনগ্রন্থ ‘অত্যাচার, যৌনাচার বনাম আইনগত প্রতিকার’ বইটি পাওয়া যাচ্ছে একুশের গ্রন্থমেলায় কামরুল বুক হাউজের ২৩৮ ও ২৩৯ নং ষ্টলে। ‘নারী পুরুষতান্ত্রিক সভ্যতার সবচেয়ে সপ্রান বস্তু। পুরুষ নারীকে আজো বস্ত, উপভোগ্যতম বস্তু বলেই গণ্য করে। দিকে দিকে তাকে নিষিদ্ধ করে রাখতে চায় এবং তার জন্য নিষিদ্ধ রাখতে চায় সব কিছু। হুমায়ুন আজাদ স্যারের মতো এ বইয়ের লেখকও বিশ্বাস করে নিরন্তর বিকশিত হওয়ার নামই মনুষ্যত্ব। এ বইয়ে নারীর প্রতি নানা অনাচার, অত্যাচার, নির্যাতন, বৈষম্য নিয়ে আইনাঙ্গনের কিছু গল্প ও আইনী সমাধানের চেষ্টা মাত্র। বইয়ে আছে আইনাঙ্গনে আসা নারীদের জীবনচিত্র, তাদের ভোগান্তির কথা, কষ্টের কথা, অজ্ঞতার কথা। মানুষের জীবনে ঘটে যাওয়া প্রেম, ভালবাসা, বিয়ে, তালাক, দেনমোহর, হত্যা, ধর্ষণ, যৌতুক, বিষয়গুলো নানা অনুষঙ্গ হয়ে লেখকের হৃদয়ে ধরা দিয়েছে। বইটি প্রকাশ করেছেন কামরুল বুক হাউজ।