শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ শাহাবদ্দিন সম্রাট। খোকসার কৃতি সন্তান। একজন তরুণ শিল্প উদ্যোক্তা। সাহিত্য সাংস্কৃতিকমনা ব্যক্তিও বটে। সম্প্রতি ঢাকার একুশে গ্রন্থমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খোকসার আরেক কৃতি সন্তান আইন গবেষক সিরাজ প্রামাণিক এর ২৫তম আইনগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, একটি দেশে, একটি সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ব্যাপক জনগোষ্ঠীর আইন সম্পর্কে সচেতনতা। যে সমাজে আইনের শাসন নেই, সে সমাজ সভ্য বলে বিবেচিত নয়। একটি সচেতন জনগোষ্ঠীই পারে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। এ বাস্তবতার নিরিখেই ধর্ষণ মামলার অপপ্রয়োগ নিয়ে লেখকের এ লেখা। আশা করি, এ বইখানি দেশে আইন ও মানবাধিকার সচেতন একটি জনগোষ্ঠী সৃষ্টি করতে অবদান রাখতে পারবে। লেখকের লেখায় অনুসন্ধান ও গবেষণা যেমন প্রাধান্য পেয়েছে, তেমনি তিনি বাস্তব চিত্রও তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন। এটা নিঃসন্দেহে লেখকের দূরদৃষ্টি ও অভিজ্ঞতার ফসল। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বইটি কার্যকরী ভূমিকা পালন করবে।