বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সিরাজ প্রামাণিকঃ পুরাতনকে পেছেনে ফেলে নিজ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বর্ষকে বরণ করে নিয়েছে বাঙালি জাতি। সারাদেশের ন্যায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির পরিবারও এবার মেতে উঠে এ প্রাণের উৎসবে। বৈশাখ বরণকে কেন্দ্র করে পুরো আইনজীবী সমিতি অঙ্গন সেজে উঠে নতুন আঙ্গিকে নতুন রঙে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির নারী সদস্যদের লাঠি খেলা ও মণিপুরী নৃত্য উপস্থিত সবাইকে উদ্বেলিত করে। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব সিরাজ-উল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের সন্মানীত বিচারক অরুপ কুমার গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দুলাল। এসময় জজ ও ম্যাজিস্ট্রেট আদালতের সন্মানীত বিচারক এবং সাধারণ আইনজীবীগণের স্বপ্রাণ উপস্থিতি বর্ষবরণে নতুন মাত্রা যোগ হয়।