রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
গত ২৭ এপ্রিল শুক্রবার খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র বার্ষিক সাধারণ সভা ২০১৭ ও নব গঠিত নির্বাহী পরিষদ ২০১৮-১৯ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হাইকোর্ট অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংবিধান প্রণেতা প্রবীণ আইনবিদ ব্যারিষ্টার এম. আমির- উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, নর্দার্ণ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যাঞ্চেলর ড. আনোয়ারুল করিম, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা’র সভাপতি মো. আকতার-উজ- জামান, মহাসচিব মো. রবিউল ইসলাম, সাবেক মহাসচিব আব্দুর রউফ, সহ-সভাপতি এম এ সালাম, আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম।
এর আগে বিকাল ৪ টায় সমিতির বার্ষিক সাধারণ সভা ২০১৭ অনুষ্ঠিত হয়। এসময় সমিতির ২০১৭ সালের বিভিন্ন কার্যক্রম, আয়-ব্যয় হিসাব, ২০১৮ সালের সম্ভাব্য কার্যক্রম উপস্থাপিত হয় এবং উপস্থিত সদস্যবৃন্দ কর্তৃক অনুমোদিত হয়। ২০১৮-১৯ বছরের নতুন কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম, মহাসচিব মো. রবিউল আলম বাবুলসহ নব গঠিত কমিটির ৬৩ সদস্যকে শপথ পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডা. অনুপম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি