এসএম জামালঃ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে
অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ অরুপ কুমার গোস্বামী, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আরশাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হাসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোমিনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন,জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, আদালতের বিজ্ঞ পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, বিজ্ঞ জিপি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সাংসদ বেগম সুলতানা তরুণ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আজগর আলী,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবু মানিক কুমার ঘোষ, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শাহীন সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, সকল উপজেলার ইউএনও ও চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ।
আয়োজনের শুরুতে জেলা প্রশাসক সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।
শুভেচ্ছা বক্তব্যে আয়োজনে শরীক হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান।
মাহে রমজান সকলের জীবনে কল্যাণ বয়ে আনবে এই আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে দেশ ও জাতির অব্যাহত কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
মোনজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুস সামাদ।
সম্পাদক ও প্রকাশক : এ্যাডভোকেট পি. এম. সিরাজুল ইসলাম ( সিরাজ প্রামাণিক)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :কুষ্টিয়া আদালত চত্ত্বর, খুলনা, বাংলাদেশ।
মোবাইল : 01716-856728, ই- মেইল : seraj.pramanik@gmail.com নিউজ: dainikinternational@gmail.com