শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া থেকে নতুন আঙ্গিকে, নতুন কলেবরে প্রকাশিত হয়েছে ‘দৈনিক ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যতিক্রমধর্মী পত্রিকা। বাংলাদেশের আলোচিত লেখক, গবেষক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সিরাজ প্রামাণিক এর সম্পাদনা ও প্রকাশনায় এবং তরুণ সাংবাদিক এস এম জামাল খান’র ভারপ্রাপ্ত সম্পাদনায় শুক্রবার স্থানীয় পুনাক ফুড পার্কে এক অনাড়ম্বর পরিবেশে পত্রিকাটির মোড়ক উন্মোচিত হয়। মোস্তাক আহমেদ, উপ-সচিব ও ডিডিএলজি কুষ্টিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম, রবীন্দ্র সন্মিলন পরিষদের সভানেত্রী কবি আলম আরা জুঁই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথী, লেখক হাসান টুটুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেবুন্নেসা সবুজ, কুষ্টিয়া রোটারী ক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আলিমুল হক সনজু, রোটারীয়ান রাশেল পারভেজ, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দিলারা পারভীন।