সোমবার, ২৯ মে ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
সিরাজ প্রামাণিক: কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক ৬ জুন বুধবার এক ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি ও বিচারবিভাগের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন কুষ্টিয়ার বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব অরুপ কুমার গোস্বামী। উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সন্মানীত জেলা প্রশাসক জনাব মোঃ জহির রায়হান, বিশেষ জজ কামরুল হাসান, কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালত জনাব মোঃ তহিদুল ইসলাম, যুগ্ম জেলা জজ-১ম আদালত জনাব এস, এম, আনিসুর রহমান, যুগ্ম জেলা জজ-২য় আদালত জনাব শেখ মোহাঃ আমীনুল ইসলাম, যুগ্ম জেলা জজ-অতিরিক্ত আদালত জনাব মোঃ রাখিবুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব এম, এম, মোর্শেদ, জনাব মুহ: মাসুদুজজামান ও বিচার বিভাগের অন্যান্য বিচারক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।