সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন
সৈয়দ আলী আহসানঃ খোকসা উপজেলা আওয়ামীগের উদ্যোগে ৬ জুন বুধবার এক ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনীতিক, সুধী, সমাজসেবক, আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক জনাব আজগর আলী, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বেগম সুলতানা তরুন, কুমারখালী উপজেলা চেয়াম্যান ও কুমারখালী উপজেলা আওয়ামীরীগের সভাপতি আঃমান্নান খান, জেলা যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, খোকসা পৌরসভার উন্নয়নের রুপকার সুযোগ্য পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক প্রমুখ।