শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
শুভাগত প্রামাণিক স্বাগত
মানুষ নেয় প্রকৃতিতে শ্বাস
সবার মনে থাকে সন্দেহ অবিশ্বাস।
রাস্তায় চলা যায় না একা
যদি কোন মানুষ দেই ধোঁকা।
সন্ত্রাসে ভরে গেছে পৃথিবী
মানুষের হাতে কলমের বদলে কাটারী।
সাংবাদিকের হাত কাটা যায়
সত্য লিখতে বাকিরা ভয় পাই।
হেলিকপ্টারে মানুষ যায় উড়ে
এদিকে ফুটপাতে মানুষ থাকে শুয়ে।
মসজিদের বাইরে ভিক্ষুকের মেলা
ব্যানারে লেখা এটি ভিক্ষ্কুমুক্ত জেলা।
ঝোপের আড়ালের গন্ধে মানবজীবন আজ দূর্বিসহ
ঝোপের পিছনে দেখা যায় লাশের সমারোহ।
জিনিসপত্রের দাম বাড়ছে
অর্থমন্ত্রী তেল লাগিয়ে ঘুমাচ্ছে।
সরকারের নেই কোন হুশ
তাই স্কুলে ভর্তি হতেও লাগে ঘুষ।
মনে নেই কারোর স্বজনপ্রীতি
করছে সবাই খালি গুণ্ডামি।
শিশু হচ্ছে অপহরণ
বাবা-মায়ের চিন্তাই মৃত্যুবরণ।
মানুষ মানুষকে করেনা বিশ্বাস
সবার মনে খালি সন্দেহের বাতাস।
লেখকঃ অষ্টম শ্রেনী, কুষ্টিয়া জিলা স্কুল।