বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
দ্বীপ জ্বলেছিল আপন ইচ্ছেয়
এই গহীন অরণ্যে;
আলোকিত করতে নিজেকে নয়-
অন্ধকার দূর করতে অপর ভূমিকে।।
নিজের অগ্নি শিখা ছড়িয়ে
হাজারো প্রদীপ জ্বেলেছিল,
কতটুকু পেরেছে সে বিচার
ছেড়ে দিলুম ইতিহাসের কাছে।।
আজ দেখে এলুম নিজেই নিভু নিভু
নিজের তেল অপরকে বিলিয়ে,
যেখানে জমিয়েছিল হাজারো গ্যালন
তারা স্বার্থের ব্যারেল ভরেছে, বড়ই কৃপন।।
আমি সব হারানো পথের পথিক
ক্ষমিও মম অপরাধ নিজ গুনে,
শুধু বলি বেঁচে থাক অনন্তকাল
নিজে জ্বেলে যাওয়া হাজারো প্রদীপে।।