সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় শ্রী ভবেষ (৪০) নামে নসিমনের এক যাত্রী নিহত হয়েছেন। রোববার বেলা ২টার দিকে উপজেলার জিলাপিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার জিলাপিতলা এলাকায় একটি কাঠ বোঝাই ট্রাক যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী শ্রী ভবেষ নিহত হন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।