শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : ২০১৮ বিশ্বকাপ নিয়ে সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাম গঞ্জেও চলছে নানা রকম উৎসব ও উন্মাদনা । ইতিমধ্যে কে কত বড় সমর্থক তা প্রমানের চেষ্টাও শুরু হয়ে গেছে । খেলাকে কেন্দ্র করে চলছে নানা ধরনের আনন্দ বিনোদন ও খানাপিনা । তারই প্রেক্ষিতে কুষ্টিয়া কুমারখালী পান্টি বাজারে জামান স্টোরের উদ্যোগে গত তিন দিন ধরে চলেছে বিরিয়ানি ও ডিম পরেটার মহাভোজ উৎসব ।
শেষ খবর পাওয়া পর্যন্ত গত সোমবার এ চলছে জামানের ৫ হাজার পিচ প্রান আপ বিতরনের কার্যক্রম । আরো জানাযায় জামান নিজের বিছানার চাদর দোকানের আসবাবপত্র’সহ সমস্থ কিছুই ব্রাজিলের পতাকার হলুদ ও সবুজ রঙের ব্যাবহারের পাশাপাশি খাবার পর্যন্ত ব্রাজিলের পতাকার রঙ হলুদ ও সবুজ এই দুই রঙের স্পর্শ রাখার চেষ্টা করছেন ।
এ বিষয়ে তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ব্রাজিলের খেলার প্রতি ভালোবাসা থেকেই তার এমন কার্যক্রম । বিশ্বকাপ খেলার প্রতি ভালোবাসা ও খেলা নিয়ে আনন্দের উদ্দেশ্যে ব্যাক্তিগত খরচে তার এই কার্যক্রম বলে জানান । তার এই কার্যক্রমে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন দলের সমর্থকদের ভিতরেও ব্যাপক আনন্দ বিরাজ করছে ।