সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
আইনুল হক শানু
ওরা চিনে নিয়ছে চলার পথ
ওরা শিখে গেছে কেমনে
হয় চলতে পথ —
ওরা ভাঙবে আঁধার যত
জ্বালিয়ে জ্ঞানের শিখার আলো
ওরা ডিঙাবে দেখো একদিন
দুর্গম পর্বত আর অগ্নিগিরি
ওরা নিমেষে দেবে পাড়ি
হোক তপ্ত বালুময় মরুপথ
ওরা খেলছে মাঠে মানি
ওরা উড়বে গগনে সে’তো জানি
একদিন দেবে মহাকাশেও পাড়ি
ওরা অক্ষত ফিরবে বাড়ি
ওরা না থামবে চলার মাঝে
না চাইবে পিছন ফিরে
ওরা রবে অগ্রজ সর্বক্ষণ
ওরা জ্বলছে প্রতিক্ষণ
রাখতে পতাকা উঁচিয়ে শিখড়ে
দেখো আবার দেবে জান
ওরা রাখবে জানি জন্মভূমির মান
ওরা আমার কন্যা জননী ভগ্নি
ওরা যে নয়নের মনি
ওরা রবে হয়ে শিখা অনির্বাণ —
ওরা যে’ গার্লস কুষ্টিয়ান ……..
লাকসাম,৭ -জুলাই ‘২০১৮
কুষ্টিয়ার হাজারো বাইসাইকেল বালিকাদের গল্প নিয়ে ‘দি ডেইলী অবজারভার’ পত্রিকায় আমার একটি বিশেষ রিপোর্ট দেখে নারীদের এগিয়ে যাওয়ার গল্প অবলম্বনে আমাদের সবার প্রিয় কবি, খোকসা পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন স্যারের সুযোগ্য পুত্র আইনুল হোসেন শানু ভাই মাত্র সাত মিনিটে একটি কবিতা লিখেছেন। পাঠকদের অনুকূলে তা তুলে ধরা হলো।http://www.observerbd.com/details.php?id=146655