বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ন
ইকরাম হোসেন খান চুন্নু, ষ্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন প্রকার দাবী-দাওয়া নিয়ে গতকাল শনিবার এক অলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রজ্ঞাপনের আলোকে উৎস ভাতা, মাসিক মেডিকেল ভাতা ও সরকারী সিদ্ধান্তের আলোকে অন্যান্য ভাতা প্রদানের দাবীতে এ আলোচনা সভা ও মানব বন্ধন হয়। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রামীন ব্যাংকের অবসর প্রাপ্ত প্রিন্সিপাল অফিসার মুন্সী খলিলুর রহমান। আলোচনায় অংশ নেন গ্রামীন ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী মতিয়ার রহমান, সেলিম রেজা, শহিদুজ্জামান, নাজির আলী, অমল চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রামীন ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও যবরীগ নেতা মোঃ ইকরাম হোসেন খান চুন্নু। আলোচনা শেষে উপস্থিত অবসর প্রাপ্তদের মধ্য হতে উপদেষ্ঠা হিসাবে মুন্সী খলিলুর রহমান, নব কুমার ঘোষ, বজলেছুর রহমান, সেলিম রেজা, মুন্সী মতিয়ার রহমানকে নির্বাচিত করা হয়। অতঃপর সবার সন্মতিক্রমে নির্বাহী পরিষদ গঠন করা হয়। জনাব মিয়া নাজির আলীকে সভাপতি ও ইকরাম হোসেন খান চুন্নুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি করা হয়। ৪১ জন সাধারণ সদস্য হিসাবে অন্তর্ভূক্ত রেখে ঝিনাইদহ জোন কমিটি ঘোষণা করা হয়।