শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক
আমাদের মহামান্য উচ্চ আদালত এর যে কোন আদেশ বা সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাস্তবায়নে করবে এটাই আইনের বিধান। আদেশ লঙ্ঘন আইনের চোখে রীতিরকম আদালত অবমাননার শামিল ও দন্ডযোগ্য অপরাধ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মরত মাষ্টাররোল/উন্নয়ন প্রকল্পে রায়প্রাপ্ত ৩৮২৩ জন কর্মকর্তা কর্মচারীর রাজস্বখাতে নিয়মিতকরণ/আত্মীকরণে আসলে বাঁধা কোথায়? কর্মচারীদের রিট পিটিশনের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের এ্যাপিল্যাট ডিভিশন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মরত মাষ্টাররোল/উন্নয়ন প্রকল্পে ৩৮২৩ জন কর্মকর্তা কর্মচারীর রাজস্বখাতে নিয়মিতকরণের আদেশ প্রদান করলেও আজও তা বাস্তবায়ন হয়নি। অথচ উচ্চ আদালত আদেশ বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশ প্রদান করলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এ লক্ষ্যে ১০ জুলাই থেকে ভূক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবী আদায়ে ও উচ্চ আদালতের নির্দেশনা মানতে ইতোমধ্যে ব্যানার উত্তোলন করেছেন। ১১ জুলাই বুধবার থেকে চলবে কর্মবিরতি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ আন্দোলন ও দাবী চলমান থাকবে। কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মচারী ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক কে এইচ ফেরদৌস জানান, কেন্দ্রীয় কর্মসূচীর নির্দেশনা অনুযায়ী আমাদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যহত থাকবে।