শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
আইনুল হোসেন, সানু
মনে-মনে
থাকি সারাক্ষণ, শত
সুখেও দুখে থাকবো দেখো
তোমার ই অঙ্গ জুড়ে!
দিয়ে জনম
নিয়েছিলে কোলে কত আদরে,
শিখিয়েছিলে যত বোল সেই শৈশবে-তে
যাই নি কিছুই আজও ভুলে !
হেসে কেঁদে খেলেছি বক্ষে তোমার
কাদা মাটি মেখে গড়াগড়ি অভিমানে
কতবার দূর ভুলে ফিরেছি, পলকে ই নিয়েছো কোলে সব ফেলে বুকেতে টানি !
কখনও তোমায়
ভুলিনি গো-মা’ শত দুঃখে
থেকেও যাইনি বদলে
একটুও আমি !
চাওনি কোনো প্রতিদান আজও
চাইবেনা জানি, দানে দানে করবে
শুধুই মোরে ঋণি ! দাওনি বুঝতে
একটুও তুমি -ওগো মাতৃভূমি —
ভুলেও হিসেব করোনি জানি
করবেনা কখনও তা’ মানি ওগো মা’ —
তুমি যে-আমার প্রিয় অতি
ওগো জন্মভূমি !!
খোকসা কুষ্টিয়া