শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
সিরাজ প্রামাণিকঃ কুষ্টিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র দুই গুনী দম্পতি ড. এমদাদ হাসনায়েন ও সারিয়া সুলতানা। ‘কুষ্টিয়ার ইতিহাস’ গ্রন্থের লেখার মধ্যে দিয়ে ইতিহাস প্রিয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ দম্পতি। পৃথিবীতে কেউ প্রতিভা নিয়ে জন্মায় না। পৃথিবীর আপন আলো-বাতাসে নিজ নিজ গুনে গুনান্বিত হন। তেমনি এ দম্পতি সফল কর্মের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত লেখক হিসেবে নিজেদের জায়গা করে নিতে চলেছেন। দুজনই নিয়েছেন উচ্চতর ডিগ্রি। ড. এমদাদ হাসনায়েন সম্পাদনা করেছেন ‘একবিংশ শতাব্দীর রাষ্ট্রচিন্তা’ নামক গ্রন্থ। সেইসাথে লিখেছেন আরও তিনটি প্রবন্ধ গ্রন্থ। অন্যদিকে সারিয়া সুলতানা গবেষক হিসেবে কাজ করে চলেছেন। শুক্রবার বিকেলে কুষ্টিয়া দিশা টাওয়ারে প্রাপ্তি সাহিত্য সন্মেলনে এ দুই গুনী দম্পতির হাতে স্মারক সন্মাননা ও উত্তরীয় পরিয়ে দেন দেশের খ্যতিমান কবি-সাহিত্যিকরা। এ সময় উপস্থিত ছিলেন ব্যরিষ্টার তানভীর পারভেজ, বাচিক শিল্পী শিমুল পারভীন, কবি আলম আরা জুঁই, লেখক হাসান টুটুলসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত উদীয়মান কবি-সাহিত্যিকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাপ্তি প্রকাশনীর সম্পাদিকা ফারহানা হৃদয়িনী।