সিরাজ প্রামাণিকঃ কুষ্টিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ড. শেখ মোঃ রেজাউল করিম স্মার্ক। তাঁর পরিচয়ের কোনো শেষ নেই। তিনি একাধারে একজন উপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, সংগঠক, আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী এবং সুলেখকও বটে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন। পৃথিবীতে কেউ প্রতিভা নিয়ে জন্মায় না। পৃথিবীর আপন আলো-বাতাসে নিজ নিজ গুনে গুনান্বিত হন। তেমনি এ সুলেখক তাঁর সৃষ্টিশীল চেতনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত লেখক হিসেবে নিজের জায়গা করে নিতে চলেছেন। শুক্রবার বিকেলে কুষ্টিয়া দিশা টাওয়ারে প্রাপ্তি সাহিত্য সন্মেলনে এ গুনী লেখকের উত্তরীয় পরিয়ে দেন দেশের খ্যতিমান কবি-সাহিত্যিকরা। এ সময় উপস্থিত ছিলেন ব্যরিষ্টার তানভীর পারভেজ, বাচিক শিল্পী শিমুল পারভীন, কবি আলম আরা জুঁই, হাসান টুটুলসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত উদীয়মান কবি-সাহিত্যিকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাপ্তি প্রকাশনীর সম্পাদিকা ফারহানা হৃদয়িনী।
সম্পাদক ও প্রকাশক : এ্যাডভোকেট পি. এম. সিরাজুল ইসলাম ( সিরাজ প্রামাণিক)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :কুষ্টিয়া আদালত চত্ত্বর, খুলনা, বাংলাদেশ।
মোবাইল : 01716-856728, ই- মেইল : seraj.pramanik@gmail.com নিউজ: dainikinternational@gmail.com