বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
সৈয়দ আলী আহসান: ৮ সেপ্টেম্বর শনিবার “উপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮” এর ফাইনাল খেলাটি বিকেল ৪টায় ঐতিহ্যবাহী এম. এন. পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় । উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহাবুুব-উল-আলম হানিফ। সভাপতিত্ব করেন এ খেলার প্রধান উদ্যোক্তা কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান খান। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বেগম সুলতানা তরুন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব সদর উদ্দিন খান, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান প্রমুখ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন খোকসা ফুটবল একাদশ বনাম শৌলকুপা ফুটবল একাদশ। উক্ত খেলায় খোকসা ফুটবল একাদশ, শৈলকুপা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে।