বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার: শনিবার ১৫ ই সেপ্টেম্বর কুষ্টিয়া ফুডপার্কের কনফারেন্স হল রুমে অনুশীলন সাহিত্য পরিষদ কুষ্টিয়া জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের পূর্বে সাংস্কৃতিক ও সাংগাঠনিক তরুণ ব্যক্তিত্ব মো: মোস্তাফিজুর রহমার সুমনের সভাপতিত্বে এবং অনুশীলন সাহিত্য পরিষদ কুষ্টিয়া জেলার সাধারন সম্পাদক শ্যামলী ইসলামের উদ্যোগে এক স্বরচিত কবিতা পাঠ, গান, সাহিত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন অনুশীলন সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাসান টুটুল, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ফটোজার্নালিস্ট সোসাইটির সভাপতি খলিলুর রহমান মজু , বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট কলামিষ্ট সিরাজ প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবক এবং কবি এফ এম মজনু ।অনুষ্ঠানে উপস্থিত সকালে স্বরচিত কবিতা পাঠ , গান পরিবেশন এবং সাহিত্য আলোচনা করেন। উক্ত অনুষ্টানে ৩৫ জন সদস্য এবং ৩ জন উপদেষ্টা নিয়ে অনুশীলন সাহিত্য পরিষদের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয় ।
উপদেষ্টা
১।এফ এম মজনু
২। এ্যাডভোকেট সিরাজ প্রামানিক
৩।অনিক মাহামুদ
অনুশীলন সাহিত্য পরিষদের ৩৫ জনের পুর্নাঙ্গ কমিটি হলো:-
সভাপতি :-মো: মোস্তাফিজুর রহমান (সুমন )
সিনিয়র সহ-সভাপতি
-রিতা ফারিয়া রিচি
-রফিকুল ইসলাম সবুজ
-ডা. শাহানা পারভিন রেখা
-মো:হাবিবুর রহমান রন্জু
সাধারন সম্পাদক:-শ্যামলী ইসলাম
যুগ্ন সাধারন সম্পাদক:-
-সাগরী খাতুন
-এম ডি আসাদ
-নজরুল ইসলাম জীবন
-গাজী আনিস
-সাব্বির মোর্শেদ
সাংগঠনিক সম্পাদক:-জসিম উল্লাহ আহাম্মেদ
সহ সাংগঠনিক সম্পাদক
-জাহাঙ্গীর আলম শিপলু
আইন বিষায়ক সম্পাদক
-এস এম আকরাম হোসেন
সহ আইন বিষায়ক সম্পাদক:-
-নাহিদুল ইসলাম রুপল
সাহিত্য বিষায়ক সম্পাদক:-
-কবি আব্দুল খালেক
সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক:-
-সহিদুল ইসলাম মুকুল
অর্থ সম্পাদক:-
-তাসমেরী জাহান
সহ-অর্থ বিষায়ক সম্পাদক:-
-রশিদুজ্জামান অন্তর
তথ্য ও প্রযুক্তি সম্পাদক:-
-ঈশা খান অপুর্ব
প্রচার সম্পাদক:-
-আশরাফুল ইসলাম অনিক
সহ-প্রচার সম্পাদক:-
-মো: তাসকিনুর জিন্নাত সৈকত
দপ্তর সম্পাদক:-
-শাফিকুর ইসলাম স্বাধীন
সাংস্কৃতিক সম্পাদক:-
-হুমায়ন কবির
সহ-সাংস্কৃতিক সম্পাদক:-
-সাবহান সরদার
পাঠাগার সম্পাদক:-
-মনিরুল ইসলাম
সহ পাঠাগার সম্পাদক:-
-মো: রাহাতুল্লাহ
প্রকাশন সম্পাদক:-
-তরিকুল ইসলাম
যোগাযোগ সম্পাদক:-
-সোহানুর রহমান সোহান
মহিলা ও শিশু বিষায়ক সম্পাদক:-
-রুপা খাতুন
সমাজ সেবাসম্পাদক:-
-আতিয়ার রহমান
সহ সমাজসেবা সম্পাদক:-
-শেখ আক্তার
ক্রিড়া সম্পাদক:-
-ডাবলু মীর
সহ ক্রিড়া সম্পাদক:-
-জুয়েল শেখ
সম্মানিত সদস্য:-
-মিফতাহুন জান্নাত