শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
মাহমুদুল হাসান জর্জ
আজ ভরা পূর্ণিমা তবুও জোছনা নেই
নেই সাগরের বুকে জোয়ারে গর্জন,
আজ প্রথম আষাঢ় তবুও বৃষ্টি নেই
নেই বাদল দিনের কোনো আয়োজন।
আজ শরৎ তবুও কাশবনে কিছু নেই
বালু চরে শুধু মেঘের ডাক হাক,
আজ ফাগুন শুরু তবুও ফুল ফোটে নি
শুনিনি কোনো কোকিলের মধুর ডাক।
আজ হিমালয়ের বুকে চাপা কান্নার আওয়াজ
তুষার গলে বয়ে চলে অশ্রু জল,
আজ পাখিদের মন ভালো নেই
বুকের মাঝে কষ্টের নদী চোখ ছলছল।
আজ গণমিছিল কিন্তু কোনো মানুষ নেই
নেই কোনো আগুন ঝরা শ্লোগান ,
আজ কোনো হরতাল কিংবা অবরোধ নয়
তবুও মহাসড়ক গুলো রয়েছে ম্রিয়মান।
আজ সন্ধ্যায় জ্বলেনি লেম্পপোস্টে বাতি
বাগানে জ্বালায়নি জোনাকিরা আলো,
সামনে দেখি ধুধু মরুভূমি
দিগন্তের রং ও নিকষ কালো।
আজ সেই দিন যে দিনের কথা
আমি যেতে চাই ভুলে,
কিন্তু প্রকৃতির এক মহাশক্তি
স্মৃতি পটে দেয় বার বার তুলে।