শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন
সিরাজ প্রামাণিক॥ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী’র অফিস ভবনের আধুনিকায়ন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া গণপূর্ত কার্যালয়ে আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গণপূর্ত অধিদপ্তর খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহীদ মোঃ কবীর। এসময় উপস্থিত ছিলেন যশোর গণপূর্ত সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাস, কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শফিউল হান্নান, উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোতালেব, সহকারী প্রকৌশলী জিনিয়া জামান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রশীদ, শফিকুল ইসলাম,আমান উল্লাহ,আয়েশা সিদ্দীকা, জসিউর রহমান, কাজী রেজাওয়ানুর রহমান,আমিনুর ইসলাম, কুষ্টিয়া গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান এ সময় আরো উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের বিশিষ্ঠ ঠিকাদার আব্দুল মতিন, এস এম শামীম, মনিরুল ইসলাম(রুনু), মিজানুর রহমান(টুকু), খোকন সহ দপ্তরের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাতের মাধ্যমে আধুনিকায়ন কাজের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহীদ মোঃ কবীর । মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমানতউল্লা আজহারী। এসময় আগত অতিথিদের বর্ণিল এই আয়োজন ঘুরে দেখান নির্বাহী প্রকৌশলী এ জেড এম শফিউল হান্নান।