সোমবার, ০৫ Jun ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
সংবাদ শিরোনাম :
ইবি প্রধান ফটক আটকে বিক্ষোভ, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা স্ত্রী স্বামীর সংসারে না ফেরায় আইনগত প্রতিকার বনাম বাস্তবতা! মিথ্যা মামলায় জড়িত হলে কিভাবে প্রতিশোধ নিবেন? Protecting bidi industry from aggression of BAT demanded in Kushtia বাপ দাদা ও নানা বাড়ির সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন? বাবাকে ভর্তি কমিটিতে না রাখায় কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিত করলো ছাত্রলীগ সম্পাদক তালাকপ্রাপ্তা স্ত্রীর যৌতুক মামলা বনাম আইনী বাস্তবতা! সাংবাদিকের বিরুদ্ধে বিষোদগার বনাম মানির মান আল্লাহ রাখার গল্প! ব্যাচ ভিত্তিক অনুষ্ঠানে দ্বন্দ্বের জেরে বহিরাগতদের নিয়ে সহপাঠীকে মারধর চিরকালের রবীন্দ্রনাথ ও পদ্মা প্রবাহ চুম্বিত শিলাইদহ
কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

 

সিরাজ প্রামাণিক: কুষ্টিয়ায় নবাগত পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম শনিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। পুলিশ লাইনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম বলেন, কুষ্টিয়াবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন উপহার দেয়ার জন্যই আমি কুষ্টিয়ায় এসেছি। আমার চ্যালেঞ্জ হচ্ছে মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত কুষ্টিয়া জেলা গড়ে তোলা। আপনাদের মাধ্যমে আজ থেকে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মাদক নির্মুলের ক্ষেত্রে কোন তদবির শোনা হবে না। এখন থেকে মাদককে যে প্রশ্রয় দেবে সেই পুলিশ কর্মকর্তা কুষ্টিয়া জেলায় চাকরি করতে পারবে না। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়ার স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে মাদক সচেতনতা বিরোধী ক্যাম্পেইন শুরু করারও ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, এতদিন কি হয়েছে সেটা আমি বলতে পারবোনা। এখন থেকে পুলিশ হবে জনগণের বন্ধু এবং সেবক। আমার দপ্তর সাধারণ মানুষ জনের জন্য সব সময় উন্মুক্ত। আগে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত পুলিশ সুপারের সাথে দেখা করার সময় নির্ধারিত ছিল। এখন থেকে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সাধারণের জন্য সাক্ষাত উন্মুক্ত রাখা হবে। পুলিশ সুপার চারটি বিশেষ সেল চালু করারও ঘোষণা দেন। সেল গুলো হচ্ছে-নির্যাতিত এবং অবহেলিত নারী ও শিশুদের জন্য, ভিকটিম সাপোর্ট সেন্টার, বৃদ্ধদের জন্য আলাদা সেল এবং মিডিয়াকর্মীদের তথ্য সহায়তা প্রদানের জন্য মিডিয়া সেল। সময়ের কাজ সময়ে করতে পচ্ছন্দ করেন এই ব্রত নিয়ে তিনি পথ চলেন এ কথা উল্লেখ করে বলেন, আমি এর আগে র‌্যাবে-এ কাজ করেছি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সন্ত্রাস কবলিত জনপদ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল বলে উল্লেখ করে তিনি বলেন, চরমপন্থী-সন্ত্রাসীদের সাথে যুদ্ধ আমার জন্য নতুন কিছু নয়। চরমপন্থী সর্বহারাদের সাথে বন্দুকযুদ্ধ করতে গিয়ে তিন তিনবার শরীরে গুলিবিদ্ধ হয়েছি।

ব্যক্তিগত প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, আমি গর্বিত এ কারণে যে আমার বাবা-মা দুজনই মুক্তিযোদ্ধা। আমি সব সময় সন্ত্রাস, জঙ্গী ও ক্ষুধা-দারিদ্রমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন দেখি। নিজেকে একজন মিডিয়াবন্ধব পুলিশ কর্মকর্তা বলে দাবি করে বলেন, আমি যেখানেই কাজ করেছি সেখানেই গণমাধ্যম কর্মীদের সাথে আমার সুসম্পর্ক ছিল। গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে এক যোগে কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার ঘোষণা দেন এই পুলিশ কর্মকর্তা। কুষ্টিয়াতে পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে এসএম তানভীর আরাফাত ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার ছিলেন। ২৪ তম বিসিএস এর মাধ্যমে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। মতবিনিময় সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আল-মামুন সাগর, সহ-সভাপতি মুজিবুল সেখ, কোষাধ্যক্ষ এম জুবায়ের রিপন, ডি ডেইলী অবজারভার পত্রিকার কুষ্টিয়া জেলা জেলা প্রতিনিধি ও দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার সম্পাদক-প্রকাশ এ্যাডভোকেট সিরাজ প্রামাণিকসহ জেলায় কর্মরত দৈনিক পত্রিকা, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন। পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জাহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নুরানী ফেরদৌস দিশা, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল নুরে আলম সিদ্দিকী, এএসপি পুলিশ হেড কোয়ার্টার মো: শহিদুল্লাহ, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, ডিআই ওয়ান আসাদুজ্জামান, ওসি ডিবি ছাব্বিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel