শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলেছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় সরকারী উদ্যেগে বিচারপ্রার্থীদের আইনী সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লিগ্যাল এইড কমিটির আয়েজনে এবং কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অুনষ্ঠিত হয়।
দিনব্যাপী এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী বিচারপ্রার্থী ও আইনী সহায়তা প্রার্থীদের উদ্দেশ্যে সহজে সহায়তা পাওয়ার আইনগত বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মশিউর রহমান, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, জিপি এড. আকতারুজ্জামান মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ওরাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শেনীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ শিক্ষক/শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার/ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।