শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
সৈয়দ আলী আহসান, খোকসা থেকে: রবিবার বিকাল ৫ টায় সময় খোকসা কালিবাড়ি কেন্দ্রীয় পূজা মন্ডব প্রাঙ্গনে দূর্গাপূজা উৎসবকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খোকসা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সুপ্রভাত মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন, ।খোকসা উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ও সুশীল সমাজ, গনমাধ্যম ব্যাক্তি বর্গ। প্রধান অতিথি বলেন, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে দূর্গাপুজা উৎযাপন করার জন্য যা যা করা দরকার সব রকম সহযোগিতা আমার পুলিশ প্রশাসনের তরফ থেকে করা হবে। কেউ গুজব ছড়াবেন না। তিনি গুজব কারিদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন। তিনি বলেন কোন রকম প্রপাগান্ডা ছড়ালে কঠোর হাতে তা দমন করা হবে।