শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

ঘোষনা :
  সম্পূর্ণ আইন বিষয়ক  দেশের প্রথম দৈনিক পত্রিকা   দৈনিক ইন্টারন্যাশনাল এর  পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা   । 
কুষ্টিয়ার কৃতি সন্তান আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের বিচারপতি হলেন

কুষ্টিয়ার কৃতি সন্তান আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের বিচারপতি হলেন

 

সিরাজ প্রামাণিকঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি বিচারপতি আবু বকর সিদ্দিকী’কে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ বিচারপতি শপথ নেবেন। এ নিয়োগের মধ্যে দিয়ে এশিয়া মহাদেশের আপন দু’সহোদর যথাক্রমে হাসান ফয়েজ সিদ্দিকী ও আবু বকর সিদ্দিকী সর্বোচ্চ আদালত আপিল বিভাগের বিচারপতি হওয়ার গৌরব অর্জন করলেন। এ দুই বিচারপতির গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে।

আজ সোমবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর বিচারপতি আবু বকর সিদ্দিকীর সাথে আরও দুজনকে এই নিয়োগ দেয় মন্ত্রণালয়। অপর দুজন হলেন বিচারপতি জিনাত আরা, ও বিচারপতি মো. নূরুজ্জামান।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান জানান, রাষ্ট্রপতি তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (০৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবেন।

এই সংবাদ টি সবার সাথে শেয়ার করুন




দৈনিক ইন্টারন্যাশনাল.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।  © All rights reserved © 2018 dainikinternational.com
Design & Developed BY Anamul Rasel