সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় নূর মোহম্মাদ শাহ নামে এক সাব -রেজিস্ট্রারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১ টার দিকে কুষ্টিয়া শহরের বাবুর আলী গেট এলাকায়। সোমবার রাত ১১ টার দিকে কুষ্টিয়া শহরের বাবুর আলী গেট এলাকায় একটি ভাড়া বাড়ী থেকে হাত-পা বাধা ও মারাত্মক জখম অবস্থায় নূর মোহম্মদকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সাব -রেজিস্ট্রার নূর মোহম্মদের বাড়ী কুড়িগ্রাম জেলায়। তিনি বাবুর আলী গেট এলাকায় একটি ভাড়া বাড়ির তিনতলায় ফ্লাট নিয়ে একাই থাকতেন।