সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বুধবার ২১ আগষ্ট হামলা মামলার রায়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানান বিএপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। এ রায় প্রত্যাখ্যান করেন তিনি। তিনি বলেন এই রায় উদ্দেশ্য প্রণোদিত। এই রায় আমরা প্রত্যাখ্যান করছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চোধুরী।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
এ রায়ের বিরুদ্ধে আইনগতভাবে মোকাবেলার পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলার কথা জানান তিনি।