বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গত ১০ অক্টোবর ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনার জন্য দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজা হয়েছে। তিনি বিদেশে অবস্থনে করছেন। এই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন তারেক রহমানকে দেশে ফিরেয়ে আনতে কোন কষ্ট হবে না। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, মৃত্যুদণ্ড হলে বিদেশে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। তবে তারেক রহমানের তো যাবজ্জীবন সাজা হয়েছে। আন্তর্জাতিক আইনে অপরাধীকে আশ্রয় দেওয়া সমর্থন করে না। তাই তাকে ফিরিয়ে আনতে কষ্ট হবে না।
তিনি বলেন এ মামলার নাটের গুরু যদি তারেক রহমান হয়ে থাকে, তবে রায় পর্যালোচনা করলে তা দেখতে পাব। রায় পড়ে যদি দেখি তার মৃত্যুদন্ড হওয়া উচিত ছিলো তাহলে রাষ্ট পক্ষ আপিল করবে। সবটাই নির্ভর করবে রায়টি পড়ার পর।