সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: দিনাজপুরের পৌর শহর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, আবু নঈম (২০) ও মুজাহিদুর রহমান (২২)। নঈম হাকিমপুর উপজেলার পাউশগারা গ্রামের গোলাম মোস্তাফার ছেলে। মুজাহিদুর একই উপজেলার বাগদৌড় গ্রামের লুৎফর রহমানের ছেলে।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে পৌর শহরের পিডিবির পরিত্যক্ত ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
নঈম ও মুজাহিদুরের কাছ থেকে একটি শটগান, ৬০টি রাবার বুলেট, দুটি চাপাতিসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) বজলুর রশিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জেএমবির তালিকাভুক্ত সদস্য। নাশকতার পরিকল্পনা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই দুজন ছাড়াও অজ্ঞাতনামা আরও তিন–চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।