সোমবার, ০৫ Jun ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে তাইজুল (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত তাইজুল শহরের খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ৬-৭টি মামলা রয়েছে।
শনিবার ভোরে শহরের বেগম মিল এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, শনিবার ভোরে দুইদল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী তাইজুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
পুলিশের এই কর্মকর্তার দাবি, নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগবাটোয়ারা নিয়ে কোন্দলে এ ঘটনা ঘটেছে