বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃরাজবাড়ীতে বয়ে যাওয়া পদ্মা নদীর অংশে চলমান মা ইলিশ রক্ষা অভিযানের অষ্টম দিনে ইলিশ মাছ ধরার দায়ে ২৩ জেলেকে আটকের পর প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করে এবং জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৩ জন জেলেকে আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, অষ্টম দিনের অভিযানে রাজবাড়ী সদরে ১২ জন জেলেকে আটকের পাশাপাশি ২০ কেজি মাছ ও ২০ হাজার মিটার জাল, পাংশায় ১১ জেলে আটকের পাশাপশি ১৪০ কেজি মাছ ও এক লাখ মিটার জাল, কালুখালীতে ৫ কেজি মাছ ও ৪ হাজার মিটার জাল এবং গোয়ালন্দে ৫০ কেজি মাছ ও ৬০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
রাজবাড়ী সদরে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিব ও সহকারী কমিশনার (ভূমি) শানজিদা শাহনাজ এবং পাংশায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
রাজবাড়ী জেলা মৎস্য অধিদফতর সূত্র জানায়, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের অভিযানে ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৭ দিনে জেলার পদ্মা নদীতে মাছ ধরার দায়ে ৫৩ জন জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের ৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া এবং ৫০টি মামলার মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করা হয়েছে। অভিযানে ৩৬৩ কেজি ইলিশ মাছ ও চার লাখ ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জেলার বিভিন্ন বাজার গুলোতে ইলিশ ক্রয় ও বিক্রয় বন্ধ রয়েছে।