শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
আমির আলী
আজ রাস্তায় দেখে এলুম শকুন নেমেছে
ঠুকরিয়ে ঠুকরিয়ে শুষে নিচ্ছে মানুষের রক্ত,
মরা পশুর মাংশে ওদের পেট ভরেনা
স্বাদ খুঁজে ফেরে খেটে খাওয়া মানুষের রক্তে ॥
মানুষের পোশাকে সজ্জিত শকুনের দল
চিঁহি চিঁহি শব্দে প্রকম্পিত করছে রাজপথ,
ঘর্মাক্ত রেকশাওয়ালা, ট্রাক ড্রাইভার
মাংশের পরিবর্তে ভয়ে দিচ্ছে শরীরের রক্ত ॥
অবাক হয়ে জানতে চাইলাম তোমরা শকুনেরা
মানুষের পোশাক কিভাবে কোথায় পেলে?
ওরা বলল আমরাও একদিন মানুষ ছিলাম
ভদ্রলোক সাজতে গিয়ে শকুন হলাম॥
বললাম তোমরা ফিরে যেতে পার না স্বরূপে?
বলল উপায় নেই, হারিয়েছে পিতার ভিটে;
মা বাবা বসে আছে ঋনের বোঝা নিয়ে
মানুষ হয়েও খাচ্ছি মানুষে রক্ত শকুন সেজে ॥
লেখকঃ মাদ্রাসা শিক্ষক ও বামপন্থী রাজনীতিক