সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার ছেঁউরিয়ায় শুরু হচ্ছে বাউল শিরোমনি ফকির লালন শাহ এর ১২৮ তম তিরোধান স্মরনে তিন দিন ব্যাপী অনুষ্ঠান। লালন একাডেমী, জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রলয়ের সহযোগীতায় মঙ্গলবার থেকে বৃহস্পত্তিবার (অক্টোবর ১৬-১৮) পর্যন্ত এই আয়োজনের আনুষ্টানিক উদ্ধোধন মঙ্গলবার। প্রতিবারের ন্যায়ে এবারেও উদ্ধোধন করবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
এলক্ষে আখরাবাড়িতে জড়ো হয়েছেন সাধু ভক্ত- অনুসারীরা। দুই একদিন পূর্বেই আগত ভক্ত আশেকানরা ঠাঁই নিয়েছেন শাঁইজির তীর্থ ভূমিতে। আখরাবাড়ীর মাঠে বসেছে গ্রামীন মেলা। রাতে লালন মঞ্চে গান পরিবেশন করবেন শিল্পীরা।। এ আয়োজনকে সুষ্ট, সুন্দর ও নিরাপদ করতে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা।