রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সরকার কে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা সংশোধনের পদক্ষেপ নিতে লিগ্যাল বা উকিল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী ।
এ নোটিশ পাঠানো হয়েছে আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং তথ্য সচিবকে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকযোগে মঙ্গলবার (১৬ আক্টোবর) এ নোটিশ পাঠান।
ডিজিটাল নিরাপত্তা আইনের ৮,১১,২৫,২৮,২৯,৩১,৩২,৪৩,৫৩ ধারাগুলি বাক ও গনমাধ্যম স্বাধীনতার অন্তরায় তাই এই ধারা গুলো সংশোধনের জন্য প্রদক্ষেপ নিতে হবে বলে এ নোটিশে বলা হয়।
জাতীয় সংসদে সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়েছে। বিতর্কিত ৫৭ ধারাসহ ৫ টি ধারা বিলুপ্ত করা হলেও এ ধারার অনুরূপ বেশকিছু বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ পাস করা হয়েছে। শুরু থেকেই গনমাধ্যমকর্মী ও সম্পাদক পরিষদ এই আইনের উপরোক্ত ৯ টি ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছে।
নোটিশে উল্লেখ করা হয় আগামী ৩০ দিনের মধ্যে উক্ত ৯ টি ধারা সংশোধনের উদ্যোগ না নিলে হাইকোর্টে রিট করা হবে।
উকিল নোটিশ বা লিগ্যাল নোটিশ হলো কোন ব্যাক্তি বা সংস্থাকে এমন কোন বিষয়ে আইনজীবীর মাধ্যমে অবহিত করা যা পালন না করলে নোটিশ গ্রহিতার বিরুদ্ধে নোটিশ দাতা আইনগত পদক্ষেপ গ্রহনের চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন এই মর্মে ঘোষনা। এটি কারোর বিরুদ্ধে কোন আইনী পদক্ষপ গ্রহনের চুড়ান্ত সংকেত।