সোমবার, ০৫ Jun ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন বাতিল করে কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার আমীর খসরু মাহমুদ চৌধুরীর করা জামিন আবেদন নাকচ করে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন চট্রগ্রাম মহানগর দায়রা জজ আদালত
বিষয়টি নিশ্চিত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া। তিনি বলেন আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
এর আগে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক ছাত্র দলের কর্মীর সাথে আমীর খসরুর মাহমুদ চৌধুরীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়। এই অডিও ক্লিপে আমির খসরু মাহমুদ চৌধুরীর কন্ঠে ওই কর্মীকে বলতে শোনা যায় ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে। এই উসকানির অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।