বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ জাতীয় ঐক্যফন্টের আগামী ২৩ অক্টোবর সিলেটে সমাবেশ করার কথা ছিলো। কিন্তু স্থানীয় প্রশাসন এ সমাবেশের অনুমতি দেয়নি। তাই সমাবেশের অনুমতি না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে এবং এই সমাবেশের অনুমতি না দেওয়া অবৈধ ও বেআইনি ঘোষনা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
সিলেটের জাতীয় ঐক্যফন্ট্রের সমন্বয় আলী আহমেদ আজ রোরবার এই রিট দায়ের করেন।
আইনজীবী জগলুল হায়দার আফ্রিক জানিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বধীন হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার এই রিটের আবেদনটির উপরে শুনানি হতে পারে।
এই রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, সিলেটের পুলিশ কমিশনার সহ ৫ জনকে।
আগামীকালের এই শুনানিতে ড. কামাল হোসেন অংশ নেবেন বলে জানিয়েছেন জগলুল হায়দার।