সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন
সৈয়দ আলী আহসানঃ কুষ্টিয়া শহরতলীর মিলপাড়ার বৃদ্ধ বদর উদ্দিন অসহায়।তার কুলাঙ্গার সন্তানেরা বদর উদ্দিনের নামের সহায় সম্পত্তি গোপনে লিখে নিয়ে বাবাকে বাড়ী থেকে বের করে দিয়েছে। বৃদ্ধ বাবা পথে পথে ঘুরে মানুষের কাছে চেয়ে খাবার খাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক, আমাদের মুল্যবোধ আজ কোথায় গিয়ে দাড়িয়েছে? কুষ্টিয়া জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এ,কে আজাদ বলেন লোকটির নাম বদরউদ্দি। ঘটনা ১০০% সত্য। লোকটার বিষয়ে বিস্তারিত আমি জানি। সন্তান নামের শয়তান গুলোর বিচার হওয়া উচিৎ। বিনীত নিবেদন সত্য যাচাই পূর্বক, মাননীয় কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয় বিষয় টি দেখবেন আশা করি।